বিষমদ কাণ্ডে ফরেন্সিক দল বর্ধমানে

author-image
Harmeet
New Update
বিষমদ কাণ্ডে ফরেন্সিক দল বর্ধমানে

নিজস্ব সংবাদদাতাঃ মদের মধ্যে বিষক্রিয়ার জের। শনিবার বর্ধমান থেকে একের এক মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনায় এবার ফরেন্সিক দল পৌঁছালো বর্ধমানে। যেই হোটেলে ঘটনাটি ঘটেছে সেখানে ঢুকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। জানা গিয়েছে, ঘণ্টা দেড়েক ফরেন্সিক দলের দুই সদস্য ওই হোটেলে নমুনা সংগ্রহের পাশপাশি হোটেল মালিক গণেশ পাসওয়ানের বাড়িতেও ঢোকেন। তবে বাড়িতে তালা থাকার কারণে সেই তালা ভেঙেই ঘরে ঢোকেন তাঁরা। ফরেন্সিক দলের সঙ্গে ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। হোটেলে নমুনা সংগ্রহ করার সময় কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল। এই বিষয়ে ফরেন্সিক দলের সদস্য ডঃ দেবাশীস সাহা বলেন, ‘নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু এর থেকে বেশী কিছু বলা যাবে না।’