সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলেন প্রবাসী ভারতীয় যুবক ও তাঁর দুই সন্তান

author-image
Harmeet
New Update
সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলেন প্রবাসী ভারতীয় যুবক ও তাঁর দুই সন্তান

নিজস্ব সংবাদদাতাঃ সমুদ্রের বিশাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল এক ব্যক্তি ও তাঁর দুই সন্তানকে। ছেলে এবং বাবার দেহ উদ্ধার হলেও, মেয়েটি নিখোঁজ। ওমানের একটি সিবিচে এমন কঠিন সত্যির মুখোমুখি হল একটি প্রবাসী ভারতীয় পরিবার। বেড়াতে এসে সমুদ্র তীরে আনন্দ করছিল পরিবারের সদস্যরা। হঠাৎই একটি বিরাট জলোচ্ছাস আছড়ে পড়ে সৈকতে। তাতে ভেসে গেল দুই শিশু। পরে ডুবে মৃত্যু হয় তাদের। সন্তানদের বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবারও। বুধবার এই ঘটনাটি ঘটেছে ওমানের সালহা এলাকার মুঘসিয়াল সমুদ্র সৈকতে। আচমকা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর বিয়াল্লিশের শশিকান্ত মহামনে এবং তাঁর দুই সন্তান ৯ বছরের শ্রুতি ও ৬ বছরের শ্রেয়সের। শশিকান্তর ভাই জানিয়েছেন, পরিবার সূত্রে তাঁরা মহারাষ্ট্রের নিবাসী হলেও বর্তমানে দুবাইয়ের  বাসিন্দা। দুবাইয়ের একটি সংস্থায় কর্মরত ছিলেন শশিকান্ত। বৃহস্পতিবার একদিনের ছুটি কাটাতে দুবাই থেকে ওমানের ওই সৈকতে স্বপরিবারে আসেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওতে রয়ে গিয়েছে সেই ভয়ংকর মুহূর্ত। ঘটনার পর স্থানীয় প্রশাসন সমুদ্রে ডুবুরি নামায়। উদ্ধার হয় শশিকান্ত ও শ্রেয়সের দেহ। যদিও শ্রুতি এখনও নিখোঁজ। শ্রুতির খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। 

                                                

অন্যদিকে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ওই সৈকতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক নেটিজেনের দাবি, দুর্ঘটনায় মোট ৮ জন ভেসে গিয়েছিলেন। যদিও সরকারি সূত্রে তেমনটা জানা যায়নি।