নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ক্রমশ এগিয়ে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। জানা গিয়েছে, কনজারভেটিভ পার্টির প্রথম দফার ভোটিংয়ে পিছনে ফেললেন ৭ জনকে। ৮৮ ভোট পেয়ে সবার আগে ঋষি সুনক।
ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভারম্যান ৩২ ভোট পেয়ে সর্বশেষ স্থানে রয়েছেন, বাণিজ্যমন্ত্রী পেনি মর্দান্ট (৬৭ ভোট), পররাষ্ট্র সচিব লিজ ট্রাস (৫০ ভোট), সাবেক মন্ত্রী কেমি বাডেনোচ (৪০ ভোট) এবং ব্যাকবেঞ্চার টম টুগেনধাত (৩৭ ভোট) এর পরে।