নিজস্ব সংবাদদাতাঃ নিষিদ্ধ মাদক কোকেন ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে জেল থেকে জামিনে ছাড়া পাওয়া পামেলা গোস্বামী পৌঁছে গেল বিজেপি তথা এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কাছে। অভিযোগ, রাজ্য বিজেপির শীর্ষনেতাদের হাত ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি পামেলাও রাষ্ট্রপতি প্রার্থীর সঙ্গে কথা বলেছে। গোটা ঘটনায় গেরুয়া শিবিরে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বিজেপির অন্দরমহলে তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব নিয়ে ফের সরব হয়েছেন শীর্ষ নেতৃত্বের একাংশ।
সূত্রের খবর, মাদককাণ্ডে জামিন পাওয়া পামেলা দলের এক শীর্ষনেতার ঘনিষ্ঠ হওয়ায় বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদ পেয়েছে। অথচ তৎকাল বিজেপি নেতাদের দাপটে বিজেপির একনিষ্ঠ আদি কর্মীরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হয়ে ঘরে বসে গিয়েছে। পুরানো কর্মীদের অভিযোগ, বিজেপিতে এই তথাকথিত ‘কামিনী কাঞ্চন’ যোগ দলটাকে দ্রুত শূন্যের দিকে নিয়ে যাচ্ছে।