নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে নকশাল হামলা থেকে রক্ষা পেল ভারত। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিহারের গয়ায় নকশাল বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছেন সিআরপিএফ জওয়ানরা।
গয়ায় নকশাল-বিরোধী অভিযানে ১ হাজারের বেশি আইইডি বোমা ও ডিটোনেটর উদ্ধার করল সিআরপিএফ। সিআরপিএফ-এর জওয়ানরা জানিয়েছে, নকশালদের শক্ত ঘাঁটি থেকে আইইডি-র চালানটি গত সপ্তাহে গয়ার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। কমান্ডো ব্যাটালিয়ন ফর রিসোলেট অ্যাকশনের (কোবরা কমান্ডো) ২০৫ ব্যাটালিয়ন জঙ্গলে নকশাল-বিরোধী অভিযানের সময় বিস্ফোরকের চালানটি বাজেয়াপ্ত করেছিল।