জলীয় বাষ্পের হদিশ দূরবর্তী গ্রহে!

author-image
Harmeet
New Update
জলীয় বাষ্পের হদিশ দূরবর্তী গ্রহে!

নিজস্ব সংবাদদাতা:  সোমবার একটি ছবি প্রকাশ করে আলোড়ন ফেলে দিয়েছিল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সোমবার এই ওয়েব টেলিস্কোপ ১৩ বিলিয়ন বছর পিছনে ফিরে মহাবিশ্বের ছবি প্রকাশ করেছে। এটাই এখনও পর্যন্ত মহাবিশ্বের প্রাচীনতম অবস্থার সবচেয়ে ভালো ছবি। এই ছবিতে তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। এবার মঙ্গলবার আরও একটি ছবি প্রকাশ করেছে নাসা। তাতে একটি দূরবর্তী গ্যাস গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দেখা যাচ্ছে। ডব্লুএএসপি-৯৬ বি (WASP-96 b) নামের একটি গ্রহের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছে নাসা। এই গ্রহটি ২০১৪ সালে আবিষ্কার হয়েছিল।