ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার পর সপ্তাহ খানেক কেটে গিয়েছে। এখনও এই ঘটনায় মূল অভিযুক্ত, সেই রফিকুলের কোনও খোঁজ মিলছে না। রফিকুলের গ্রেফতারের দাবিতে সোচ্চার গ্রামবাসীরা। গত বৃহস্পতিবার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের একেবারে দক্ষিণ দিক থেকে তৃণমূলের সদস্য স্বপন মাঝি ও তাঁর দুই সঙ্গী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামানিকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমা ও গুলি। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, এক জনকে গুলি করে বাকি দুজনকে কুপিয়ে খুন করা হয়।
এই ঘটনার দু’দিনের মাথায় এক জনকে গ্রেফতার করে পুলিশ। আফতাব নামে ওই ব্যক্তি খুনের আগে এলাকার রেইকি করেছিল বলে জানা গিয়েছে। আফতাবউদ্দিন শেখ এফআইআরের তালিকায় থাকা বসির শেখের ভাই। গ্রামবাসীরা চাইছেন এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত কিনারা করুক পুলিশ। যদিও এখনও তদন্তকারীরা এ বিষয়ে কিছু বলতে চাননি।