নিজস্ব সংবাদদাতা, দীঘা : পূর্ণিমায় ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দীঘা সমুদ্রে। সঙ্গে তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। বর্ষার আমেজ উপভোগ করতে বহু পর্যটক দীঘা ভ্রমণে রয়েছেন বর্তমানে। জলোচ্ছ্বাস সত্ত্বেও অনেকে সমুদ্রের কাছে গিয়ে উপভোগ করছেন বিষয়টা। কেউ বা আবার জলোচ্ছ্বাসের দৃশ্য মোবাইল বন্দি করছেন।
এদিকে দুর্ঘটনা রখতে তৎপর প্রশাসন। বার বার সতর্ক করা হচ্ছে পর্যটকদের। চলছে মাইকিং। সমুদ্রের আশেপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ ও নুলিয়াদের। রয়েছে উদ্ধারকারী দলও। পর্যটকরা যাতে কোনমতে পা ভেজাতে সমুদ্রে না নেমে পড়েন তার জন্য গার্ডওয়াল বরাবর দড়ি দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে।