বিপাকে যাত্রীরা, কলকাতার রাস্তায় কমছে সরকারি!

author-image
Harmeet
New Update
বিপাকে যাত্রীরা, কলকাতার রাস্তায় কমছে সরকারি!

নিজস্ব সংবাদদাতা: বকেয়ার পাহাড় জমছে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম, ট্রাম কোম্পানি এবং ভূতল পরিবহণ নিগমের ক্ষেত্রেও। পরিবহণ দফতর সূত্রের খবর, সরকারি বাস চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেলের খরচ যাত্রী-ভাড়ার টাকায় জোগাতে হয়। বাসভাড়া না বাড়ানোয় নিগমগুলির আয় সে ভাবে বাড়েনি। অথচ ডিজেলের দাম লাফিয়ে বাড়তে থাকায় নিগমগুলির তেল কেনার ক্ষমতা কমছে।তাই পূর্ণ মাত্রায় সরকারি বাস রাস্তায় নামছে না বলে নিগম সূত্রে খবর।এরফলে  রাস্তায় সরকারি বাস কমছে বলে অভিযোগ যাত্রীদের।