প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট মানতে নারাজ বিরোধীরা, শ্রীলঙ্কায় বাড়ছে উত্তাপ

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট মানতে নারাজ বিরোধীরা, শ্রীলঙ্কায় বাড়ছে উত্তাপ

নিজস্ব সংবাদদাতাঃ গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালানোর পর থেকে জ্বলছে শ্রীলঙ্কা। গোতাবায়া শ্রীলঙ্কা ছাড়তেই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের অফিস ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। রনিল বিক্রমাসিংহেকেও এবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে বলে দাবি জানাতে শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলেও, তাদের বাগে আনতে পারেনি। রনিল বিক্রমাসিংহের অফিসে প্রবেশ করে, বুধবার থেকে সেখানে ডেরা জমিয়ে বসে থাকতে শুরু করে বিক্ষোভকারীরা। তবে প্রধানমন্ত্রীর অফিসে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কড়া পাহারায় রয়েছে পুলিশ এবং সেনা বাহিনী।

এদিকে গোতাবায়া রাজাপাক্ষের পর নয়া প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত রনিল বিক্রমাসিংহেই কার্যকরী পদে থাকবেন বলে ঘোষণা করা হয়। ২০ জুলাই শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট নির্বাচন। যদিও রনিল বিক্রমাসিংহেকে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে মানতে নারাজ শ্রীলঙ্কার বিরেধী দল। দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের নাম একেবারে বেআইনি বলে দাবি করা হয় বিরোধীদের তরফে।