নিজস্ব সংবাদদাতা : এসএসসি দুর্নীতি মামলায় তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। বৃহস্পতিবারই তাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠান মণীশ।
এর আগে জিজ্ঞাসাবাদের সময় এমনই জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে সেই ফাইল কার নির্দেশে পাঠানো হয়েছিল, কার নির্দেশই বা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়, মূলত সেই প্রশ্নের উত্তর জানতেই শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে।