মানি লন্ডারিং মামলায় মন্ত্রী পত্নীকে জেরা করবে ইডি

author-image
Harmeet
New Update
মানি লন্ডারিং মামলায় মন্ত্রী পত্নীকে জেরা করবে ইডি

নিজস্ব সংবাদদাতা : মানি লন্ডারিং মামসার তদন্তের স্বার্থে দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈনকে বৃহস্পতিবার জেরা করার কথা ইডির। এর আগে পুনমকে ১৪ জুলাই বৃহস্পতিবার তলব করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, জৈনরা ২০১১-১২ সালে এবং ২০১৫-১৬ সালে চারটি কোম্পানি স্থাপন করেছিল। এই 'শেল কোম্পানিগুলো' কোনো ব্যবসা করেনি, বরং অর্থ পাচার করেছে।তারা চারটি শেল কোম্পানির মাধ্যমে ২০১১-১২ সালে ১১,৭৮ কোটি টাকা এবং ২০১৫-১৬ সালে ৪.৬৩ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ রয়েছে।






প্রসঙ্গত, সত্যেন্দ্র জৈন মে মাসে গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তিনি দাবি করেছেন যে তিনি ২০১৩ সালে  এই সংস্থাগুলির পরিচালকের পদ ছেড়ে দিয়েছিলেন।