নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার কানাডার রিচমন্ড হিলের একটি বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর ও অবমাননার অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এক টুইট বার্তায় জানিয়েছে, এই অপরাধমূলক, ঘৃণ্য ভাঙচুর কানাডায় ভারতীয় সম্প্রদায়ের ভাবাবেগে গভীরভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, 'রিচমন্ড হিলের বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননার ঘটনায় আমরা ব্যথিত। এই অপরাধমূলক, ঘৃণ্য ভাঙচুরের ঘটনা কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে।"