নিজস্ব সংবাদদাতাঃ নাগপুরে প্রবল বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের ফলে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
আগামী ৩ দিন আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, বৃষ্টির কারণে ১ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২০ জন মারা গিয়েছে। আহত হয়েছেন ১৯ জন।
৮৮টি পশুও মারা গিয়েছে। এছাড়াও ২৯৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগপুর জেলা প্রশাসনের তরফে এই সংবাদ দেওয়া হয়েছে।