প্রাকৃতিক দুর্যোগ, নাগপুরে বাড়ছে মৃতের সংখ্যা

author-image
Harmeet
New Update
প্রাকৃতিক দুর্যোগ, নাগপুরে বাড়ছে মৃতের সংখ্যা

নিজস্ব সংবাদদাতাঃ নাগপুরে প্রবল বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের ফলে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। 



Heavy Rainfall In Nagpur, Mansoon Session Adjourned, Exclusive Report by  Rashmi Majgaonkar From Nagpur - Hello Mumbai News


আগামী ৩ দিন আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, বৃষ্টির কারণে ১ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২০ জন মারা গিয়েছে। আহত হয়েছেন ১৯ জন। 



Rain in Nagpur : Latest news and update on Rain in Nagpur



৮৮টি পশুও মারা গিয়েছে। এছাড়াও ২৯৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগপুর জেলা প্রশাসনের তরফে এই সংবাদ দেওয়া হয়েছে।