স্টল বিক্রির টাকা তছরূপের অভিযোগে নাম শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর

author-image
Harmeet
New Update
স্টল বিক্রির টাকা তছরূপের অভিযোগে নাম শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শ্মশানের জমিতে স্টল বিক্রির টাকা তছরুপের মামলার তদন্তে নেমে পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি থানায় ডেকে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি মেলায় রাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন ইঞ্জিনিয়ারকে। স্টল বিক্রির টাকা তছরূপের অভিযোগে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সহ ৩ জনের। সৌমেন্দুর গাড়িচালককে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ঘটনায় ধৃত চারজনের মধ্যে এক ঠিকাদারকে কাঁথি মহকুমা আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।  তবে স্টল যাঁরা কিনেছেন, তাঁদের দাবি, এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তাঁরা।