নিজস্ব সংবাদদাতা: ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে NoC। এরপর আরও মসৃণ হয়েছে ইমামির সঙ্গে চুক্তির পথ। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে। জল্পনার মাঝে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।
/)
তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ফের আলোচনায় বসবে ক্লাব। ক্লাব কর্তার কথায়, "নতুন কোম্পানির জন্য একটা NoC দরকার ছিল। সেটা পাস করিয়েছি। এবার আগামী ৭ দিনের মধ্যেই আমরা চুক্তিতে সই করব। পরবর্তী পদক্ষেপ ক্লাব কী গ্রহণ করতে চলেছে, সেটা আলোচনার জন্যও আগামী ২-১ দিনের মধ্যে আমরা ফের বৈঠকে বসব।"