নিজস্ব সংবাদদাতা: ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে NoC। এরপর আরও মসৃণ হয়েছে ইমামির সঙ্গে চুক্তির পথ। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে। জল্পনার মাঝে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।
তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ফের আলোচনায় বসবে ক্লাব। ক্লাব কর্তার কথায়, "নতুন কোম্পানির জন্য একটা NoC দরকার ছিল। সেটা পাস করিয়েছি। এবার আগামী ৭ দিনের মধ্যেই আমরা চুক্তিতে সই করব। পরবর্তী পদক্ষেপ ক্লাব কী গ্রহণ করতে চলেছে, সেটা আলোচনার জন্যও আগামী ২-১ দিনের মধ্যে আমরা ফের বৈঠকে বসব।"