নিজস্ব সংবাদদাতাঃ এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বো। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালানোর পরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভাবনের কাছে জড়ো হতে শুরু করেন বহু মানুষ। উত্তেজিত জনতা যাতে কোনওভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এই বিষয়ে শ্রীলঙ্কার বিদেশ দফতরের এক প্রাক্তন আধিকারিক বলেন, "আমরা চাই প্রধানমন্ত্রীও পদত্যাগ করুক। কারণ প্রেসিডেন্ট ইস্তফা দিলে, প্রধানমন্ত্রী সেই জায়গা নেন। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ইস্তফা দিলে প্রধানমন্ত্রীই তখন কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে দেশ সামলান। সেই কারণে গোতাবয়ার পর এবার রনিল বিক্রমাসিংহেও যাতে ইস্তফা দেন, সেই দাবি জানাতে শুরু করেছেন সাধারণ মানুষ।"
ফলে পুলিশের পাশাপাশি সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে। বিশেষ করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনের পাশে।