নিজস্ব সংবাদদাতা: আরও একবার লক্ষ্যভেদ করতে চাইছেন নীরজ চোপড়া। শুক্রবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানেই ভালো কিছু করে দেখাতে তিনি বদ্ধপরিকর। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করার চেষ্টা করবেন। গত মাসে পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে ছিলেন তিনি। পরে স্টকহলম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। "আমি খোলা মনে অনুশীলন করেছি। বিশ্ব অ্যাথলেটিক্সে সেই মনোভাব নিয়েই পদকের লড়াইয়ে নামব", বলেছেন নীরজ।