নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ শুটিংয়ে ভারতের জন্য নিশ্চিত হল পদক। মেহুলি ঘোষ ও শাহু তুষার মানে জুটির সৌজন্যে আরও একটা পদক আসবে দেশের ঝুলিতে। চ্যাংওনে ভারতীয় জুটি ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ফাইনাল ম্যাচে খেলবেন তাঁরা। জিতলে সোনার পদক, হারলে রুপোর পদক। ৬৩৪.৪ পয়েন্ট তুলে কোয়ালিফায়ার সম্পূর্ণ করেছেন মেহুলি ঘোষ ও শাহু তুষার।