নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশের একাংশ। বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। একাধিক জায়গায় ইতিমধ্যে ধস নেমেছে।
এবার ধস নামল উত্তরাখণ্ডের বদ্রীনাথে। জানা গিয়েছে, বুধবার উত্তরাখণ্ডের চামোলি জেলার বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যোশি মঠে পাহাড়ের ওপর দিয়ে জল বইছে। এই অবস্থায় পাণ্ডুকেশ্বর, গোবিন্দঘাট, জোশীমঠ যাত্রা স্টপেজে প্রায় ১০ যাত্রীকে আটকে দিতে হয়। ধ্বংসস্তূপের কারণে বদ্রীনাথ মহাসড়কটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে খাচরা নাল্লা, রাদাং ব্যান্ড, বেনাকুলি-সহ একাধিক জায়গায় বদ্রীনাথ হাইওয়ে অবরোধ করা হয়।