নিজস্ব সংবাদদাতাঃ রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। সপরিবারে মলদ্বীপে গিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। এদিন সকালেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। কিছুক্ষণ পরই এই খবর নিশ্চিত করা হয় স্পিকার অফিসের তরফেও। এই বিষয়ে শ্রীলঙ্কার স্পিকার বলেন, "আমরা এখনও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের পদত্যাগ পত্র পায়নি, তবে আমরা আশা করছি এক দিনের মধ্যে তা পেয়ে যাব।" এছাড়া স্পিকার অফিসের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দেশ ছাড়ার আগে কাউকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে যাননি গোতাবায়া রাজাপাক্ষে। মলদ্বীপে তিনি কতদিন থাকবেন বা আদৌ ফিরবেন কিনা, সে সম্পর্কেও কিছু জানা নেই। এরফলে কার্যত অভিভাবক-হীন হয়ে পড়েছে শ্রীলঙ্কা।