দেশ ছাড়লেন, তবু পদ ছাড়লেন না! গোতাবায়া পালানোয় বিপাকে শ্রীলঙ্কা

author-image
Harmeet
New Update
দেশ ছাড়লেন, তবু পদ ছাড়লেন না! গোতাবায়া পালানোয় বিপাকে শ্রীলঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সপরিবারে মলদ্বীপে গিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেননি তিনি। তাঁর অবর্তমানে স্পিকার বা অন্য কারোর হাতে প্রেসিডেন্ট পদ সামলানোর দায়িত্বভারও দিয়ে যাননি। প্রেসিডেন্টের এই হঠকারি সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়েছে গোটা দেশ। যতক্ষণ না তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিচ্ছেন বা অন্য কাউকে প্রেসিডেন্টের দায়িত্বভার দিচ্ছেন, ততক্ষণ অবধি প্রশাসকহীন থাকবে শ্রীলঙ্কা, কারণ গত সপ্তাহেই ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেও। দেশের সেনাবাহিনীর হাতেও শাসন ক্ষমতা তুলে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, আজ বুধবারই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল গোতাবায়া রাজাপক্ষের। সর্বদলীয় সরকার গঠন করে আপাতত দেশ শাসনের পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কার। এরপর যত দ্রুত সম্ভব নির্বাচন করে, তার মাধ্যমে নতুন সরকার গঠন করা হত। কিন্তু হঠাৎ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা না দিয়েই গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে গোটা দেশ।