নিজস্ব সংবাদদাতাঃ ক্যানিংয়ের খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার মূল ফেরার অভিযুক্ত রফিকুলের ভাগ্না ও আরও টোটো চালক। ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি ও ভূতনাথ প্রামাণিক, ঝন্টু হালদার নামের ৩ জনকে খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম এবাইদুল্লাহ মণ্ডল। মৃত ব্যক্তির পরিবারের লোকজন ক্যানিং থানায় যে অভিযোগ দায়ের করেছেন, সেই তালিকার মধ্যে তাঁর নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে জয়নগর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুধু তাই নয়, মোরসেলিম সর্দার নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মোরসেলিম ক্যানিং খুনের ঘটনার মূল অভিযুক্ত রফিকুল সর্দারের নিজের ভাগ্নে বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত রফিকুল সর্দার।