নিজস্ব সংবাদদাতাঃ সদ্য গুলি করে হত্যা করা হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। তবে এই ঘটনায় পুলিশের কাছে গ্রেফতার হয়েছে হত্যাকারী। এবার হত্যাকারীর কাছ থেকে মিলল নয়া তথ্য।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে কোনও ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই গোষ্ঠীতে হত্যাকারীর মা নিজেদের জমি বিক্রি করে বিপুল পরিমাণে অর্থদান করেন। যার ফলে ধর্মীয় গোষ্ঠীটির প্রতি ক্ষোভ ছিল হত্যাকারীর। সেই গোষ্ঠীর সঙ্গে আবের সংযোগ থাকায় নিজের ক্ষোভ মেটাতেই আবেকে গুলি করে হত্যাকারী। এমনটাই জানিয়েছে হত্যাকারী নিজেই।