মদাগাস্করের সঙ্গে সমঝোতা স্বাক্ষর ভারতের

author-image
Harmeet
New Update
মদাগাস্করের সঙ্গে সমঝোতা স্বাক্ষর ভারতের

নিজস্ব সংবাদদাতাঃ টেলিশিক্ষা বিষয়ে মাদাগাস্করের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করল ভারত। ই-বিদ্যাভারতী এবং ই-আরোগ্যভারতী নেটওয়ার্ক প্রকল্পে অংশগ্রহণের জন্য মাদাগাস্কর সরকার এবং টেলিকমিউনিকেশন কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 



Education in Madagascar - Wikipedia


মাদাগাস্করের উচ্চশিক্ষা মন্ত্রী এলিয়া ব্রিটস আসুমাকাউ কোমোরোস এবং সেই দেশের ভারতীয় রাষ্ট্রদূত অভয় কুমারের উপস্থিতিতে এই স্বাক্ষর করা হয়। এরফলে প্রযুক্তিগত শিক্ষার দিক থেকে মাদাগাস্কারের উন্নয়ন অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভয় কুমার।



Learning by numbers: Teachers in Madagascar use data to improve the  classroom | UNICEF