বিনা অনুমতিতে কাটা হল লক্ষাধিক টাকার গাছ

author-image
Harmeet
New Update
বিনা অনুমতিতে কাটা হল লক্ষাধিক টাকার গাছ
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: ফের বিনা অনুমতিতে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে বন দফতর। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের স্ত্রীগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তির নাম শম্ভু দাস। তিনি অস্থায়ী বনকর্মী।


বন দফতর থেকে জানা গিয়েছে, ১৫ টির বেশি নিম সহ বিভিন্ন গাছ কাটা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় অনুমতিও নেয়নি ওই ব্যক্তি। এমনকি জায়গাটিও সরকারি (খাস) জায়গা বলে মনে করা হচ্ছে। যদিও অভিযুক্ত শম্ভু দাস নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বন দফতরের কাছে। তিনি জানিয়েছেন, বাসস্থানের জায়গা না থাকায় শহরের পাটনাবাজার থেকে পনেরো বছরেরও আগে এসে ওই এলাকায় বসবাস করছেন। সেই সময় তিনি নিজে গাছগুলি লাগিয়েছিলেন। বর্তমানে বাড়ির জায়গা নিয়ে পরিবারের বড় ছেলের সঙ্গে সমস্যা হয়। যে কারণেই তিনি ওই গাছগুলো এক ব্যবসায়ীকে বিক্রি করে অন্য জায়গায় ভাড়া বাড়িতে চলে যেতে চান। স্থানীয়রা দেখতে পেয়ে বন দফতরে খবর দেন । খবর পেয়ে মঙ্গলবার বনকর্মীরা এসে তাঁকে আটক করেন। গাছগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গাছ কাটা কাণ্ডে আর কে কে যুক্ত রয়েছে।