নিজস্ব প্রতিনিধি-আজ ত্রিপুরার বিশ্রামগঞ্জে প্রকাশ্য দিবালকে একটি সভা চলাকালীন কংগ্রেস দলের উপর আক্রমণের পর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছ থেকে এক বিবৃতি এসেছে। কংগ্রেসের রাজ্য সদর দফতরে মিডিয়াকে সম্বোধন করে, কংগ্রেস বিধায়ক পুলিশের ভূমিকাকেও নিন্দা করেছেন।
পুলিশকে নিশানা করে বর্মণ বলেন, "আপনি কি রাষ্ট্রপতির পুরস্কার বিজয়ী নন? অনুগ্রহ করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ন্যূনতম চেষ্টা করুন। নতুবা আগামীকাল থেকে কিছু হলে আপনাকে (পুলিশ) দায়ী করা হবে"।বিশ্রামগঞ্জে দলের অভ্যন্তরীণ সভা চলাকালীন, হঠাৎই দুষ্কৃতীরা হাতে লাঠি নিয়ে পুলিশের সামনে কংগ্রেস সদস্যদের গাড়ি ভাঙচুর করে।ইতিমধ্যেই হামলার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।