দশ মাস বয়সেই রেলে চাকরি!

author-image
Harmeet
New Update
দশ মাস বয়সেই রেলে চাকরি!

নিজস্ব সংবাদদাতাঃ বয়স মাত্র দশ মাস। কিন্তু তাতেই তার রেলে চাকরি পাকা। কিভাবে হল এমন? আসুন তাহলে জেনে নিই আসল কারণ। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের এক রেল দুর্ঘটনায় এই শিশুটির বাবা-মা মারা যান। কোনোমতে প্রাণে বাঁচে শিশুটি। তারপরেই কমপ্যাশনেট গ্রাউন্ডে (Compassionate Ground) দশ মাসের এই শিশুকে চাকরি দিয়েছে ভারতীয় রেল। রায়পুর রেলওয়ে ডিভিশনের তরফে ওই পরিবারকে সবরকম সাহায্য করা হচ্ছে। ছাপ নেওয়া হয় শিশুটির আঙুলেরও। জানা গেছে যখন শিশুটির ১৮ বছর বয়স হবে তখনই সেই এই চাকরিটি করতে পারবে। রেলের ইতিহাসে সম্ভবত প্রথম বার এত ছোট কাউকে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়া হয়েছে। কমপ্যাশনেট গ্রাউন্ড হল, চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে, তাঁদের উপর নির্ভরশীল পরিবারের কেউ এই নিয়মে চাকরি পেয়ে থাকেন। অনেকসময় স্বামীর মৃত্যুতে স্ত্রী চাকরি পান। অনেকসময় বাবার মৃত্যুতে ছেলে বা মেয়ে চাকরি পান। এক্ষেত্রেও সেই নিয়মেই চাকরি দেওয়া হয়েছে। সাধারণ ক্ষেত্রে এই নিয়মে ঘটনার পাঁচ বছরের মধ্যে নিয়োগ করার নিয়ম রয়েছে। যদিও RDSO-এর ডিরেক্টর জেনারেলের অনুমতিক্রমে এই নিয়মে শিথিলতা আনা যায়।