নিজস্ব সংবাদদাতা: "একজন অপরাধীর রাজনৈতিক রঙের দিকে তাকাবেন না। যদি কোনও অপরাধ হয়ে থাকে এবং অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকে তাহলে নির্দ্বিধায় এগিয়ে যান এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন," মঙ্গলবার কলকাতায় দক্ষিণবঙ্গ অঞ্চল পুলিশ প্রধানদের বৈঠকে সরকারের স্পষ্ট উদ্দেশ্যের কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য।
দুপুর ১২টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে মালব্য উল্লেখ করেন যে, "কোথাও যদি আইন শৃঙ্খলার অবনতি সংক্রান্ত সমস্যা দেখা দেয় তাহলে এসপিদের ঘটনাস্থলে ছুটে যেতে হবে"।
তিনি বলেন, "এসপিরা যখন তাঁদের চেম্বারে থাকেন এবং তাঁদের জুনিয়র অফিসারদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।" স্পষ্ট কথা বলা এই ডিজিপি জেলা পুলিশ প্রধানদের পরামর্শ দিয়েছেন, "দয়া করে নির্দেশ মেনে চলুন। ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনাদের ওপরের কর্তৃপক্ষকে জানান। কোনও কিছু লোকাবেন না।" মালব্য জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলি খতিয়ে দেখেছেন এবং তাদের অগ্রগতির ব্যাপারে পর্যালোচনা করেছেন। সারা বাংলা জুড়ে পুলিশের এই ধরণের তিনটি সভার কথা রয়েছে। যার মধ্যে এই বৈঠকটি ছিল প্রথম।