ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতির পরিবর্তনের খবর মিথ্যা বলে জানানো হল

author-image
Harmeet
New Update
ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতির পরিবর্তনের খবর মিথ্যা বলে জানানো হল

নিজস্ব প্রতিনিধি- এক প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরার কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছে যে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পরিবর্তনের খবর মিথ্যা।সেখানে বলা হয়েছে,



"গত কয়েকদিন ধরে রাজ্যের কয়েকটি গোদি মিডিয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পরিবর্তনের দাবি করে একটি খবর উঠে আসছে।এআইসিসি সেক্রেটারি জারিতা লাইটফ্লাং-এর নজরে এসেছে।এআইসিসি সেক্রেটারির মতে টিপিসিসি সভাপতি পরিবর্তনের জন্য এমন কোনও পরিকল্পনা চলছে না কারণ সাংগঠনিক নির্বাচন হওয়ার কথা এবং কয়েকটি গোডি মিডিয়া দ্বারা প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট শুধুমাত্র কংগ্রেস পার্টি এবং এর সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য।AICC সেক্রেটারি Szarita Laitphlang বিবৃতিটিকে সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তি নেই বলে উড়িয়ে দিয়েছেন।সমস্ত মিডিয়া হাউসের অবগতির জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।"