নিজস্ব সংবাদদাতা : মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মূর্মূ সম্পর্কে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা মানে বিজেপিকে সমর্থন করা নয়। রাউতের কথায়, "আমরা গতকাল আমাদের বৈঠকে দ্রৌপদী মূর্মূ (এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী) কে নিয়ে আলোচনা করেছি। দ্রৌপদী মূর্মূকে সমর্থন করার অর্থ বিজেপিকে সমর্থন করা নয়। শিবসেনার ভূমিকা দু-এক দিনের মধ্যে পরিষ্কার হবে। দলের প্রধান উদ্ধব ঠাকরে সিদ্ধান্ত নেবেন।"
বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহার প্রতি দলের সদিচ্ছা রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে বলেন, "বিরোধীদের বেঁচে থাকা উচিত। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার প্রতিও আমাদের সদিচ্ছা রয়েছে। এর আগে আমরা প্রতিভা পাটিলকে সমর্থন করেছিলাম, এনডিএ প্রার্থীকে নয়। আমরা প্রণব মুখার্জীকেও সমর্থন করেছি। শিবসেনা চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।"