মৃত হাতিদের স্মরণে সভা ও বাৎসরিক অনুষ্ঠান

author-image
Harmeet
New Update
মৃত হাতিদের স্মরণে সভা ও বাৎসরিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :২০১৯ সালের ১০ জুলাই ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার সাঁতবাকি গ্রামে বিদ্যৎ পৃস্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকে গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবছর তিনটি হাতির স্মরণে সভা ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার তৃতীয় বর্ষে তিনটি হাতির স্মরণে সভা ও বাৎসরিক অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতি দেবতাকে ভক্তি ভরে পুজো করেন। পুজো শেষে গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বহু মানুষ রবিবার ওই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত। হাতির হামলায় মানুষের যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটছে ,ফসলের ক্ষতি হচ্ছে, তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতিকে দেবতা হিসেবে পুজো করেন।


তাই ২০১৯ সালের ১০ই জুলাই বিদ্যুৎ পৃস্ট হয়ে যে তিনটি হাতির মৃত্যু হয়েছিল সেই তিনটি হাতির মূর্তি প্রতিষ্ঠা করে বিনপুর থানার সাতবাকি গ্রামে প্রতি বছর ভক্তি সহকারে দিনটিকে পালন করা হয়। এছাড়াও প্রতিদিন গ্রামবাসীরা হাতি ঠাকুরের মূর্তিতে গিয়ে পুজো দেন। তবে বছরে একদিন ঘটা করে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে তিনটি মাত্র হাতির স্মরণ সভা ও বাৎসরিক অনুষ্ঠান করা হয় বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়।