হরি ঘোষ, পশ্চিম বর্ধমান : ফের পশ্চিম বর্ধমান জেলা থেকে কয়লা পাচার কাণ্ডে সিআইডির জালে আরও দুই। ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্ডালের গাইঘাটা থেকে গ্রেফতার করা হয় বিজয় সিংকে এবং সিধুলি থেকে গ্রেফতার করা হয় অভিষেক সিনহাকে।
শনিবার রাতে আসানসোলের ঊষাগ্রাম থেকে এবং পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার হয়েছিল কয়লা পাঁচার কাণ্ডে দুই অভিযুক্তকে। ধৃতদের সিআইডি হেফাজতে নেয় সিআইডি। তাদেরকে জেরা করে রবিবার রাতে আরও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতের তোলা হলে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ বিচারকের।দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিবিআই হেফাজতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিজয় সিং জানান, 'আমি কাজুর ব্যবসা করি। তাহলে সিআইডি গ্রেফতার করল কেন? সিআইডি আধিকারিকদের সাথে দোস্তি আছে,তাই গ্রেফতার করেছে!'