হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় সড়কে ভাইয়ারদিঘীর পাড় এলাকায় সোমবার সন্ধ্যা ৮টার দিকে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃুত্যু হয়। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে পটিয়ার দিকে যাচ্ছিল। এর পেছনে ছিল যাত্রীবাহী বাসটি। পটিয়ার জলুর দিঘি ও বাইয়ার দিঘির মাঝামঝি স্থানে পৌঁছালে বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ ত্রিপুরা জানিয়েছেন, ঘটনাস্থলে নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আর আহত এক বাস যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত যাত্রী পুরুষ নাকি নারী তা এখনও জানা সম্ভব হয়নি।