New Update
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি থেকে কলকাতায় এসে পৌঁছান এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানানোর জন্য দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব পদ্ম শিবিরের এক ঝাঁক নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাহুল সিনহা, মনোজ টিগ্গা। ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি নেতারা। বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও উপস্থিত ছিলেন দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানানোর জন্য। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন বিজেপির কর্মী ও সমর্থকরাও। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই চারিদিকে স্লোগানের রব, ‘দ্রৌপদী মুর্মু স্বাগতম’… ‘ভারত মাতা কি জয়’। সঙ্গে আদিবাসী নৃত্য পরিবেশন। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কলকাতার এক বিলাসবহুল হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর এই হোটেলেই। দ্রৌপদী মুর্মুকে নিয়ে এখন চূড়ান্ত ব্যস্ততা বঙ্গ বিজেপি শিবিরে। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবার মধ্যে চরম ব্যস্ততা। রাতে ওই পাঁচতারা হোটেল চত্বরে শুভেন্দু অধিকারী জানান, “আগামিকাল প্রথমে সকাল ন’টার সময় স্বামী বিবেকানন্দের শিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন দ্রৌপদী মুর্মু।” এরপর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।
দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য তৃণমূলের কাছে চিঠি গিয়েছে ইতিমধ্যেই। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমি আশা করব, শেষ দিন হলেও, আগের মুহূর্তে তারা সিদ্ধান্ত নেবে। কারণ, ওদের সিদ্ধান্ত তো একজনের উপর নির্ভর করে। উনি গতবারের আগের বার প্রণব বাবুকেও না বলেছিলেন। পরে ঠেলায় পড়ে গিয়েছিলেন। আমাদের আবেদন আমরা করেছি। আমরা আশা করি তৃণমূল শেষ মুহূর্তে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। এখানে ব্যালটে কোনও প্রতীক থাকে না। তাই রাজ্যনৈতিক বাধ্যবাধকতাও নেই। পদ্ম ফুল থাকলে অনেকের সমস্যা থাকত। তবে ওরা কী করল, তার জন্য দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া আটকাবে না।”
bjp
west bengal
kolkata
bjp leader
suvendu adhikari
NDA
sukanta majumdar
welcome
president election
Draupadi Murmu
president candidate