New Update
নিজস্ব সংবাদদাতাঃ ডায়মন্ডহারবারের জন্য ‘এক ডাকে অভিষেক’-এর সূচনা করেছিলেন সেখানকার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নম্বরে ডাক এল সুদূর আলিপুরদুয়ার থেকে। দীর্ঘদিন বিদ্যুৎহীন হয়ে ছিল ফালাকাটা বিধানসভার ছোটশালকুমার এলাকা। আর ২৪ ঘণ্টার মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ায় সোমবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাই প্রথম বাংলা ভাগের কথা বলেছিলেন। উত্তরবঙ্গকে পৃথক করার দাবি তুলেছিলেন। ‘এক ডাকে অভিষেকে’ মেলা চটজলদি সমাধানের জেরে স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সঙ্গে প্রশ্ন উঠেছে ওই বিজেপি সাংসদের দাবি এবং তাঁর রাজনৈতিক ভিত্তি নিয়ে। মঙ্গলবার উত্তরবঙ্গে অভিষেকের কর্মিসভা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার কর্মীদের নিয়ে অভিষেকের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। সভা হওয়ার কথা জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে। এই উত্তরবঙ্গ থেকেই সব থেকে বেশি জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। যে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি তুলেছিল বিজেপি, সোমবারের ঘটনা কার্যত সেখানকার জবাব হয়ে পৌঁছল একইসঙ্গে তৃণমূল আর বিজেপির কাছে। যার ফলে অভিষেকের এই সভা ঘিরে এদিনই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে এলাকার কর্মীদের মধ্যে। সোমবার রাতে শিলিগুড়িতেই জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেন অভিষেক। মঙ্গলবার দুপুরে সেখান থেকে রওনা দেবেন ধুপগুড়ি। ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। নিরাপত্তা আঁটসাট করা হয়েছে।
tmc
west bengal
meeting
north bengal
abhishek banerjee
alipurduar
jalpaiguri
siliguri
tmc leader
dhupguri
slove
help line
electricity problem