দক্ষিণাঞ্চল পুনর্দখলে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবে ইউক্রেন

author-image
Harmeet
New Update
দক্ষিণাঞ্চল পুনর্দখলে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবে ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ ন্যাটোর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত লাখো সদস্যের একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে ইউক্রেন। যাতে করে দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা এলাকা মুক্ত করা যায়। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই পরিকল্পনার কথা জানিয়েছেন।  ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের অর্থনীতির জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এলাকাগুলো পুনর্দখল করা জরুরি। পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে যখন রুশ সেনারা ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে এবং ভূখণ্ড দখল করে চলেছে তখন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানালেন। রেজনিকভ বলেন, আমাদের সেনাবাহিনীতে ৭ লাখের মতো সদস্য রয়েছে। এর সঙ্গে ন্যাশনাল গার্ড, পুলিশ, বর্ডার গার্ড যুক্ত করলে আমরা দশ লাখের মতো শক্তিশালী।