টাকার বিনিময়ে উজ্জ্বলা গ্যাস বিক্রির চেষ্টা, ধৃত বিজেপি কর্মী

author-image
Harmeet
New Update
টাকার বিনিময়ে উজ্জ্বলা গ্যাস বিক্রির চেষ্টা, ধৃত বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনা পরিষেবা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর দাস বিজেপির আইটি সেলের সদস্য। তিনি জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। দীপঙ্করের দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে৷  রাজগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি বেলাকোবারই বাসিন্দা প্রকাশ দাস সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেতে আবেদন করেন। এরপরেই স্থানীয় বাসিন্দা তথা বিজেপির আইটি সেলের কর্মী দীপঙ্কর দাস প্রকাশকে জানান, তাঁর আবেদন মঞ্জুর হয়েছে, গ্যাস চলে এসেছে। গ্যাসটি তাঁকে নিয়ে যাওয়ার কথাও বলা হয়। সেই মতো প্রকাশ গ্যাস আনতে যান দীপঙ্করের দোকানে। দীপঙ্কর গ্যাস দিতে ১২০০ টাকা চায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রকাশ জানতেন না এই সংযোগ বিনামূল্যে মেলে। দীপঙ্করকে ১০০০ টাকা দেবার পরেই প্রকাশকে উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার দেওয়া হয় বলে অভিযোগ। 



এরপরেই রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে পুলিশ ধৃতের ১৪ দিনের হেফাজত চায়, যদিও আদলত ৫ দিনের হেফাজত মঞ্জুর করে। এদিকে ধৃত দীপঙ্কর দাস জানিয়েছেন, তাঁকে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।