সরকারি জমি বিক্রির অভিযোগ

author-image
Harmeet
New Update
সরকারি জমি বিক্রির অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুর : সরকারি জমি দখল করে তা বিক্রি করা যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরে। কয়েকদিন আগেই প্রাক্তন মেয়র দিলীপ অগাস্থির ওয়ার্ডে আমরাই এলাকায় সরকারি জমি বিক্রি অভিযোগ ওঠে। এরপর ১১ নম্বর ওয়ার্ডে কুরুলিয়া ডাঙায় সরকারি জমি দখল করে দোকানঘর বানিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এবার ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর পল্লীতে সেচ দফতরের জমি ২৫ হাত জমি ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে দেদার বিক্রি করছে তৃণমূল কর্মীদের একাংশ, অভিযোগ স্থানীয়দের।অভিযোগ, দামোদরে সেচ ক্যানেলের দু পাশে থাকা জঙ্গলে ভর্তি জায়গা, যেখানে এলাকার মানুষেরা শৌচকর্ম করতেন সেই জমিও এলাকার তৃণমূল কর্মীদের একাংশ কিছুটা বসবাসযোগ্য করে ৫০-৬০ হাজার টাকায় স্থানীয় এবং বহিরাগত লোকদের বিক্রি করছে। এতে স্থানীয়রা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।লিখিতভাবে সেচদফর এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও স্থানীয় কোকওভেন থানার পুলিশ তেমনভাবে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয়দের।



 



যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর তথা ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিপূল সাহা। তিনি জানান, 'ঘটনার কথা জানতেই প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি। যারা এইসমস্ত কাজ করছে তারা তৃণমূলের কেউ নয় এরা দুষ্কৃতী, যে দল ক্ষমতায় থাকে তারই নাম ব্যবহার করে এরা। চিহিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে'।যদিও এই নিয়ে রাজনৈতিক পারদ চড়িয়েছে বিরোধী দল সিপিএম ও বিজেপি।