টোকিও পৌঁছালেন সিন্ধু, মেরি কম

author-image
Harmeet
New Update
টোকিও পৌঁছালেন সিন্ধু, মেরি কম

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট অবধি। এরই মাঝে আজ টোকিও পৌঁছালেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু,মেরি কম সহ অনেকে। উল্লেখ্য, এবার ভারত থেকে মোট ১২৬ জন অ্যাথলিট মেগা গেমসে অংশ নিতে চলেছেন। যা এক রেকর্ড বলাই চলে।