'খুন হননি ছাত্রনেতা আনিস খান', চার্জশিটে উল্লেখ সিটের

author-image
Harmeet
New Update
'খুন হননি ছাত্রনেতা আনিস খান', চার্জশিটে উল্লেখ সিটের

নিজস্ব সংবাদদাতাঃ আনিসকাণ্ডে উলুবেরিয়া আদালতে  চার্জশিট পেশ করে সিট। খুন হননি আনিস খান। পরিবারের দাবি খারিজ সিটের চার্জশিটে।   এই  চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী।  







রিপোর্টে নাম রয়েছে ১ এএসআই , ১ হোমগার্ডের নামও রয়েছে। পুলিশের গাফিলতির জেরে মৃত্যু আনিস খানের, উল্লেখ চার্জশিটে। কর্ণাটকে হিজাব-বিতর্ক নিয়ে আনিসের পোস্টের পর পুলিশ তাঁর ওপর হানা করে। পুলিশের হানার পর উপর থেকে পড়ে মৃত্যু ইয়হ্যে আনিসের।