নিজস্ব সংবাদদাতাঃ সদ্য মৃত্যু হয়েছে জাপানের শিনজো আবের। তার মাত্র ২ দিনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে জাপানের হাউস নির্বাচন।
এই নির্বাচনেই এবার বিশাল জয় পেল ক্ষমতাসীন দল এলডিপি। ক্ষমতাসীন দল কোমেইতোর দল ৭৬ টি আসন পেয়েছে।
উল্লেখ্য, শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে শিনজো আবেককে গুলি করে হত্যা করা হয়।