নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টিতে বানভাসী অবস্থা তেলেঙ্গানার একাংশে। ফুঁসছে গোদাবরী নদী। বেড়ে গিয়েছে জলস্তর। ফলে বিপদসীমার পর দিয়ে বইছে নদী। এই পরিস্থিতিতে দ্বিতীয় সতর্কতা জারি করলো প্রশাসন। বন্যা পরিস্থিতিতে ভারপ্রাপ্ত আধিকারিকদের ভদ্রাচলম শহরে নিয়ে যাওয়া হয়েছে।
একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে যে ভদ্রাচলমের সাব-কালেক্টর গোদাবরী নদীতে জলোচ্ছ্বাসের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সতর্কতা জারি করেছেন। যা সোমবার সকাল ৬ টায় ৪৮ ফুট উপর দিয়ে প্রবাহিত হয়। জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্ত বন্যা ডিউটি অফিসারদের পরিস্থিতির নিরিখে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাব-কালেক্টরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল।