নিজস্ব সংবাদদাতাঃ রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের বর্ধিত তহবিল সুবিধার আওতায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেইলআউট প্যাকেজের কিস্তি প্রকাশ করেনি, যদিও এটি দেশটিকে "তার সুরে নাচতে" বাধ্য করেছিল।
আইএমএফ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, 'আমরা যে শর্তগুলোর পক্ষে ছিলাম না, সরকার তা মেনে নিয়েছে। তিনি আন্তর্জাতিক ঋণদাতাকে দেরি না করে কিস্তিটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে দেশটি "কঠিন পরিস্থিতি" থেকে নিজেকে মুক্ত করতে পারে।