ফের রোপওয়ে বিপর্যয়, মাঝ আকাশে ঝুলে রইলেন বিধায়ক! বন্ধ হল পরিষেবা

author-image
Harmeet
New Update
ফের রোপওয়ে বিপর্যয়, মাঝ আকাশে ঝুলে রইলেন বিধায়ক! বন্ধ হল পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ ফের রোপওয়ে বিপর্যয়। রবিবার (১০ জুলাই) উত্তরাখণ্ডের তেহরিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অন্তত ৭০ জন পর্যটক। তাঁদের মধ্যে আছেন তেহরির বিধায়ক কিশোর উপাধ্যায়ও। প্রযুক্তিগত সমস্যার কারণে, এদিন তেহরির সুরকান্দা দেবী মন্দিরের রোপওয়ে ট্রলি মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে, শেষ পর্যন্ত বিধায়ক-সহ সকল পর্যটকদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্ভোগের শিকার হওয়া বিধায়ক। ওই ত্রুটির বিষয়ে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই রোপওয়ে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।


এদিকে রোপওয়ে ট্রলি থেকে নেমে ক্ষোভ উগরে দিয়েছেন আটকে পড়া তেহরির বিধায়ক কিশের উপাধ্যায়। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই বিষয়ে পর্যটন সচিব এবং রোপওয়ে পরিষেবাটির পরিচালন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘পর্যটনের নামে কোনো পর্যটকের জীবন বিপন্ন করা যাবে না। রোপওয়ে পরিষেবাটি চালু হওয়ার পর, একেবারে শুরুতেও একবার কারিগরি ত্রুটি ধরা পড়েছিল। পুরোপুরি ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত এই রোপওয়ে পরিষেবা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।’