নিজস্ব সংবাদদাতাঃ টানা চারবার উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। রবিবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে চার সেটের টানটান লড়াইয়ে ৪-৬,৬-৩,৬-৪, ৭-৬-এ অস্ট্রেলিয়ার নিক কিরিয়সকে হারিয়ে তাঁর সপ্তম উইম্বলডন খেতাব হাতে তুললেন সার্বিয়ান কিংবদন্তি। ফাইনালে প্রথম সেটে ৪-৬ হারের পর, পরপর তিনটি সেটে জিতে খেতাব জিতলেন জকোভিচ। দ্বিতীয় ও তৃতীয় সেটে কিরিয়াসকে দাঁড়াতে দেননি নোভাক। জেতেন ৬-৩,৬-৪।
শেষ সেটটা জকোভিচ জিতলেন টাইব্রেকে ৭-৬ (৭-৩)। সেই সঙ্গে রজার ফেডেরারকে টপকে ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়ে গেল জকোভিচের। এই বিষয়ে সবার আগে থাকা নাদালের চেয়ে একটা কম। ২০১৮,২০১৯, ২০২১-এর পর ২০২২ উইম্বলডনে খেতাব জিতে ইতিহাস গড়লেন সার্বিয়ান কিংবদন্তি। শীর্ষ বাছাই হিসেবে নেমে খেতাব জিতে নিজের সিংহাসন ফিরে পেলেন জকোভিচ।