নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার ভয়াবহ পরিস্থিতির কারণ অর্থাভাব। অথচ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে নাকি লুকনো কোটি কোটি টাকা। এত টাকা যে গুনে শেষ করা যাচ্ছে না। এমন চাঞ্চল্যকর দাবি করল দ্বীপরাষ্ট্রের সরকার বিরোধী বিক্ষোভকারীরা। গতকালই রাষ্ট্রপতির বাসভবনে হামলা করেছিল বিক্ষোভকারীরা। তারাই ওই টাকা উদ্ধার করে বলে দাবি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রাসাদে লুকিয়ে রাখা টাকা গুনছেন এক বিক্ষোভকারী। এরপরেই প্রশ্ন ওঠে, যখন গোটা দেশ অর্থাভাবে ধুঁকছে, বিদেশের কাছে নতুন করে হাত পাততে হচ্ছে সরকারকে। তখন রাষ্ট্রপতির বাড়িতে এত টাকা কী করে থাকে। বস্তুত প্রাসাদের বৈভব, এলাহি বিলাসের ব্যবস্থা দেখেও মাথা ঘুরে গিয়েছে আমজনতার।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কত টাকা উদ্ধার হয়েছে, তার হিসাব অবশ্য মেলেনি।