দার্জিলিংয়ের ধোত্রে জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
দার্জিলিংয়ের ধোত্রে জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংয়ের ধোত্রে জঙ্গলে এলাকা দখলের লড়াই হয় দুই ব্ল্যাক লেপার্ডের। আর তাতেই প্রাণ হারাল একটি লেপার্ড। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই লেপার্ডকে। স্থানীয় বাসিন্দারাই খবর দেয় বনদপ্তরকে। পরে বনদপ্তরের কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। দার্জিলিংয়ে লকডাউনের সময়েও ব্ল্যাক লেপার্ড দেখা গিয়েছিল। পাহাড়ের জঙ্গলে বেশ কয়েকটি ব্ল্যাক লেপার্ড রয়েছে। সংখ্যা হয়ত আগের থেকে বেড়েছে তাই এলাকা দখলের লড়াই শুরু হয়েছে বলে প্রাথমিক ধারণা বনদপ্তরের। কারণ ব্ল্যাক লেপার্ডের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা ছিল গুলির ক্ষত। কিন্তু পরে বনদপ্তরের কর্মীরা দেখে জানান, দুই বন্যপ্রাণীর লড়াইয়ে গুরুতর জখম হয়ে ব্ল্যাক লেপার্ডটির মৃত্যু হয়েছে। তবে মৃতদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনার পর ধোত্রে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আরও কোনও লেপার্ড জখম রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।