ফিনল্যান্ড ও সুইডেনে যাচ্ছে ৬টি RAF বিমান

author-image
Harmeet
New Update
ফিনল্যান্ড ও সুইডেনে যাচ্ছে ৬টি RAF বিমান

নিজস্ব সংবাদদাতা: যৌথ প্রশিক্ষণের জন্য রয়্যাল এয়ার ফোর্সের ছয়টি যুদ্ধবিমান ফিনল্যান্ড ও সুইডেনে উড়ে গিয়েছে বলে জানিয়েছে এমওডি। প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, উভয় দেশের অনুরোধে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জন্য যুক্তরাজ্যের প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়েছে।

 


ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ন্যাটোতে যোগ দেওয়ার জন্য দেশগুলি আবেদনগুলো আবেদন করেছিল। সেই ধারা অনুসরণ করে মহড়াটির আয়োজন করা হয়েছে। মহড়ায় অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে দুটি অত্যাধুনিক এফ-৩৫ জেট রয়েছে। চারটি আরএএফ টাইফুন, ফিনিশ এফ-১৮ হর্নেটস এবং সুইডিশ গ্রিপেন বিমানও রয়েছে।