নিজস্ব সংবাদদাতা : উদয়পুরে দর্জি খুনে গ্রেফতার সপ্তম অভিযুক্ত। ধৃতের নাম ফারহাদ মোহাম্মদ শেখ। এনআইয়ে সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ফারহাদ ওরফে বাবলাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ জুন দর্জি কানহাইয়া লালকে তার টেইলারিং দোকানে ক্লিভার দিয়ে হত্যা করা হয়। দর্জির উপর রিয়াজ আখতারির ভয়ানক হামলার ঘটনা ঘোস মোহাম্মদ ফোনে রেকর্ড করেছিল এবং ভিডিওটি অনলাইনে পোস্ট করেছিল। তারা পরে একটি ভিডিওতে বলেছে যে ইসলামের কথিত অপমানের প্রতিশোধ নিতে তারা কানহাইয়া লালকে কুপিয়ে হত্যা করেছে।